সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) ওয়েবসাইট ফেসবুক অল্পবয়সী গ্রাহকদের সাইবার অপরাধী ও যৌন হয়রানিকারীদের হাত থেকে রক্ষার জন্য নতুন সেফগার্ড বা নিরাপত্তাব্যবস্থা সংযুক্ত করতে যাচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ অভিযুক্ত যৌন হয়রানিকারীদের চিহ্নিত এবং ওয়েবসাইট থেকে তাদের বহিষ্ককার করারও উদ্যোগ নেবে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রিচার্ড ব্লুমেনথাল বলেন, এই উদ্যোগ শিশুদের হয়রানি হওয়া থেকে রক্ষা করবে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন নেটওয়ার্কিং সাইট ফেসবুক নিরাপত্তার জন্য ৪০টিরও বেশি ব্যবস্থা নেবে। অল্পবয়সী ব্যবহারকারীরা যখন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, তখন স্বয়ংক্রিয়ভাবে সতর্কীকরণ বার্তা আসবে। ফেসবুক পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করবে এবং এসব সাইটের সঙ্গে যুক্ত হয়ে অশ্লীল ছবি ও বিষয়বস্তু মুছে দেবে। বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং সাইট মাইস্পেসের গ্রাহকসংখ্যা প্রায় ২০ কোটি। অন্যদিকে ফেসবুকের গ্রাহকসংখ্যা সাত কোটি।