ডস্কটপের কালার রেজুলেশন ও কোয়ালিটি কেমন হবে সেটি নির্বাচন করে দেওয়া সম্ভব। তবে এটি কম্পিউটারের ডিসপ্লে কার্ড (ভিজিএ বা এজিপি)-এর উপর নির্ভরশীল। নতুন ইউজারদের জন্য এটি প্রযোজ্য নহে। উন্টাপাল্টা সেটিং হলে কম্পিউটার ঠিকমত কাজ করবে না। কাজেই সাবধান! চলুন রেজুলেশন ও কোয়ালিটি সেটিং কিভাবে করতে হবে জানা যাক।


ডেস্কটপ ব্যবস্থাপনাঃ ১. ডেস্কটপ এর ফাঁকা স্থানে ক্লিক করে প্রোপার্টিজ সিলেক্ট করুন। ডেস্কটপ প্রোপার্টিজ উইন্ডো আসবে। ২. সেটিংস ট্যাব সিলেক্ট আছে নিশ্চিত হয়ে নিন। ৩. স্ক্রিন রেজুলেশন অপশনের াইডার ড্রাগ করে রেজুলেশন সিলেক্ট করা যাবে। কালার কোয়ালিটি অপশনের ড্রপ ডাউন (নিম্নমুখী তীর)-এ ক্লিক করে বিভিন্ন ধরনের বিট সিলেক্ট করা যাবে। এখান থেকে সাবধানে পছন্দের অপশন সিলেক্ট করুন। ৪. শেষে এ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করুন।