১. আপনার কাঙ্খিত ছবিটি এডব ফটোশপে ওপেন করুন।
২. টুল বক্সের ফোরগ্রাউন্ড কালার হিসাবে সাদা কালার নির্বাচন করুন। অল্টার+ব্যাকস্পেস কী দ্বয় চাপুন। ইমেজটি সাদা রঙ দিয়ে ঢেকে যাবে।
৩. টুলবক্স থেকে হিস্টরি ব্রাশ টুলটি নির্বাচন করুন।
৪. হিস্টরি ব্রাশ অপশন বার থেকে মাঝারি সাইজের ব্রাশ (২২) নির্বাচন করে ছবির মাঝখানের অংশটির উপর ইরেজার টুলের মতো ড্র্যাগ করলে ছবির অংশটি দেখা যাবে।
৫. এভাবে ছবির যে অংশটি দেখা দরকার সে অংশটির উপর ব্রাশ করতে থাকলে ছবির অংশটি প্রদর্শিত হবে।
৬. ছবিটি ক্লোজ করে পুনরায় পর্দায় ওপেন করে পূর্বের মতো টুল বক্সের ফোরগ্রাউন্ড কালার হিসাবে সাদা কালার নির্বাচন করে অল্টার+ব্যাকস্পেস কী-দ্বয় চাপুন। ইমেজটি সাদা রঙ দিয়ে ঢেকে যাবে।
৭. টুলবক্স থেকে আর্ট হিস্টরি ব্রাশ টুলটি নির্বাচন করুন্ার্ট হিস্টরি ব্রাশ অপশন বার থেকে মাঝারী সাইজের ব্রাশ (২২) নির্বাচন করে ছবির মাঝখানের অংশটির উপর ইরেজার টুলের মতো ড্র্যাগ করলে ছবির অংশটি দেখা যাবে।


হিস্টরি ব্রাশ অপশন বারের স্টাইল: এর ডাউন এ্যারো বাটনে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের তালিকা সম্বলিত পপ-আপ মেনু ওপেন হবে। মেনু থেকে যে স্টাইল নির্বাচন করে ব্রাশ করা হবে ছবিটি সে ধরণের হয়ে প্রদর্শিত হবে।