লগ-অন করার জন্য আমরা যখন ক্লাসিক লগ-অন প্রম্প্ট ব্যবহার করি অথবা ওয়েলকাম স্ক্রিন হতে দুবার Ctrl+Alt+Del চেপে ক্লাসিক লগ-অন প্রম্প্ট ওপেন করি তখন ইউজারনেমের স্থানে এর আগে লগ-অন করা ইউজারনেমটি থেকে যায়। আপনি চাইলে এটি বন্ধ করতে পারেন। এ জন্য রেজিস্ট্রি এডিটর খুলে পর্যায়ক্রমে HKEY^LOCAL^MACHINESOFTWARE MicrosoftWindowsCurrentVersionpoliciessystem-খুলুন। এবার ডানদিকে dontdisplaylastusername নামে DWORD Value তৈরি করুন (যদি না থাকে)। এটি করার জন্য ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন চেপে New>DWORD Value নির্বাচন করুন এবং একই নাম দিন। এবার ভ্যালুর নামের ওপর ডাবল ক্লিক করে ভ্যালুডেটা হিসেবে হেক্সাডেসিমালে ১ দিয়ে OK করুন। এখন থেকে আগের ইউজারনেমটি আর দেখা যাবে না।