আগামী দিনের মাইক্রোচিপ কেমন হবে, এ নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। বিশ্বখ্যাত মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান টেক্সাস ইন্সট্রুমেন্টস এবং আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউটস অব টেকনোলজির গবেষকেরা সম্প্রতি এক নতুন ধরনের মাইক্রোচিপ স্থাপত্য তৈরি করেছে, যা এখনকার যেকোনো মাইক্রোচিপের চেয়ে ১০ গুণ বেশি শক্তি সঞ্চয় করে। মাইক্রোচিপ তৈরিতে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় শক্তি নিয়ে। দিনে দিনে চিপের আকার কমে এলেও শক্তি খরচ কমানো যাচ্ছে না। ফলে একটি নির্দিষ্ট আকারের চেয়ে কম আকারের পি তৈরি সম্ভব হচ্ছিল না। নতুন তৈরি এসব চিপ খুব কম ভোল্টেজে চালানো সম্ভব ফলে কম শক্তির ইলেকট্রনিক ডিভাইসগুলোতে এ ধরনের চিপ ব্যবহার করা সম্ভব হবে। টেক্সাস ইন্সট্রুমেন্টের এসব কম শক্তির আইসি (ইন্ট্রিগেটেড সার্কিট) এমপিথ্রি প্লেয়ার, মোবাইল ফোন, ওয়্যারলেস টার্মিনাল, আরএফআইডি, চিকিৎসার বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যবহার করা যাবে। সাধারণত মাইক্রোচিপ স্থাপত্যগুলোর মডেলসমূহ এক ভোল্টের নিচে কাজ করতে পারে না। এ ধরনের মাইক্রোচিপ স্থাপত্যের মাইক্রোচিপগুলো মাত্র ০.৩ ভোল্টে চালানো যাবে এবং এগুলোর সঙ্গেই ডিসি (ডাইরেক্ট কারেন্ট) টু ডিসি কনভার্টার বিল্ট-ইন হিসেবে দেওয়া আছে। গবেষকেরা আশা করছেন, এ প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত মানের মাইক্রোচিপ তৈরি করা সম্ভব হবে।