ইন্টারনেট ব্যবহারকারীদের কল্যাণে নিরাপদে সার্চিং সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বিশ্বখ্যাত ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু একত্রিত ভাবে ম্যাকাফি’র সাথে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। অনলাইনের নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বজুড়েই অগণিত ব্যবহারকারীদের নিকট অন্যতম একটি প্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচিত হয়ে চলেছে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটে কাজ করার সময় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এতদিন বিভিন্ন এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করে আসলেও অনেক ক্ষেত্রেই ভাইরাস এবং স্প্যাম আক্রমণের হাত হতে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে চলেছিল। এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় একজন ব্যবহারকারী যখন ইন্টারনেটে কোন ফাইল ডাউনলোড করে তখন ব্যবহারকারীর অজান্তেই ভাইরাস এবং স্প্যাম সমূহ কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারের ক্ষতি সাধন করে থাকে। সেই সাথে অন্যতম সমস্যার বিষয় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে অনলাইন সার্চিং-এর নিরাপত্তাহীনতাকে। অর্থাৎ একজন ব্যবহারকারীর সব বিষয়ে যেহেতু জ্ঞান অর্জন করা সম্ভব নয় সেহেতু সে তার নিজের অজান্তেই অনলাইন সার্চিং এর সময় অনাকাঙ্খিত সাইট সমূহে প্রবেশের মাধ্যমে ভাইরাস এবং স্প্যাম আক্রমণের শিকার হয়ে থাকে। এই বিষয়টি মাথায় রেখে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু পরিকল্পনা করেছে বিশ্বখ্যাত এন্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি’র সাথে একযোগে কাজ করার মাধ্যমে সারাবিশ্ব জুড়ে অগণিত ইন্টারনেট ব্যবহারকারী যারা ইয়াহুর সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে তাদের প্রাত্যহিক অনলাইন কাজ সমূহ সম্পন্ন করে তাদেরকে অনলাইনে সুরক্ষিত করা। দুই প্রতিষ্ঠানের একযোগে কাজ করার মাধ্যমে ব্যবহারকারীরা যে বিষয়ে উপকৃত হবে তা হলো, ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে যে কোন সাইট সার্চ করার সময়ই তা ভাইরাস মুক্ত কিনা সে বিষয়টি নিশ্চিত করবে এবং ব্যবহারকারীর সুরক্ষায় সাইটে প্রবেশের পূর্বেই কাজ করবে। ফলে একজন ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে কোনো অপরিচিত সাইটে প্রবেশ করার সময় ভাইরাস মুক্ত অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। সেই সাথে কোন ফাইল ডাউনলোড করার সময়ও কাজ করবে ম্যাকাফির এই নিরাপত্তা সেবা। বিশ্বখ্যাত এই দুটি প্রতিষ্ঠানের একযোগে কাজ করে যাবার মাধ্যমে মূলত লাভবান হবে ইয়াহু ব্যবহারকারীরা।