অনলাইন ভিত্তিক সোস্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে সারাবিশ্ব জুড়ে ফেসবুকের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অসংখ্য ব্যক্তি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই সংযুক্ত হয়ে থাকে ফেসবুক এর সোস্যাল নেটওয়ার্কিং সেবা ব্যবহারের মাধ্যমে বন্ধুত্ব করার জন্য। ফলে বিভিন্ন বয়সের ব্যক্তিরাই ফেসবুক এর মাধ্যমে অনলাইন ভিত্তিক বন্ধুত্ব করে চলেছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা একে অপরের সাথে অনলাইনে বন্ধুত্ব স্থাপন করতে প্রাথমিক ভাবে যেসকল ব্যক্তিগত তথ্যাদি অনলাইনে প্রদান করে তার নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা হয় কিনা সে বিষয়ে সন্ধিহান হয়ে পরেছে। এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে উন্নত বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার লোক এই সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্যাদি একে অপরকে প্রদান করায় হ্যাকাররা তাদের কাজের মাধ্যমে এই সকল তথ্যাদি চুরি করে অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে। সেই সাথে অনেক ব্যক্তির নাম এবং ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি প্রতারণার ঘটনাও ঘটেছে বলে অনুমেয় ফেসবুক ব্যবহারকারীদের। বিশেষ করে ব্যক্তিগত তথ্যাদি চুরি যাবার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় রয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। যদিও ফেসবুক কর্তৃপক্ষের মতে তারা ব্যবহারকারীদের সকল তথ্যাদির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে।