পরবর্তী প্রজন্েনর ডেক্সটপ কেমন হবে তা নিয়ে কল্পনার শেষ নেই। এমন একটি ডেক্সটপের কথা চিন্তা করা যাক, যা ব্যবহার করার জন্য উচ্চশক্তির কোনো যন্ত্রাংশের প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইট দেখার সফটওয়্যারের সাহায্যে এ ডেক্সটপ ব্যবহার করা যায়। এমন একটি ইন্টারনেট ডেক্সটপ হলো ‘ডেক্সটপ টু’. আগে যেসব কাজ মানুষ কম্পিউটারে বসেও করতে পারত না, ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সহজেই তা করা যায়। ফলে বাসার কম্পিউটারের ডেক্সটপের চেয়ে অনলাইন ডেক্সটপই মানুষের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ডেক্সটপ টু হলো এমনই একটি ভার্চুয়াল ডেক্সটপ ব্যবস্থা যার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন কাজ সহজেই ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জায়গা থেকে সম্পন্ন করা যায় এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যায়। বর্তমানে কম্পিউটারের বেশির ভাগ কাজ ইন্টারনেটভিত্তিক হওয়ায় মানুষ বাসার কম্পিউটার ব্যবহার না করেই ইন্টারনেটেই সব কাজ করে তা সার্ভারে সংরক্ষণ করে রাখে, যাতে প্রয়োজনের সময় সহজেই তা ব্যবহার করা যায় এবং এর ফলে মানুষের কাজের দক্ষতা অনেক বেড়ে গেছে। ডেক্সটপ টু ইন্টারফেস অনেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো। এতে আলাদাভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। এটিমুক্ত সফটওয়্যার না হলেও এতে উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক গুচ্ছ সফটওয়্যার দেওয়া হয়েছে। এটি বিনামূল্যে এক গিগাবাইট পর্যন্ত জায়গা দিয়ে থাকে। ডেক্সটপ টু বিভিন্ন ধরনের ই-মেইল অ্যাকাউন্ট যেমন পিওপি ৩, আইম্যাপ ইত্যাদি সমর্থন করে। ডেক্সটপ টু বিভিন্ন ধরনের ই-মেইল অ্যাকাউন্ট যেমন পিওপি৩, আইম্যাপ ইত্যাদি সমর্থন করে। ঠিকানা বইয়ে পরিচিতজনদের তথ্য রাখা যায়। এর ওয়েব সম্পাদনার সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যায়। ব্লগারদের জন্য রয়েছে ব্লগ (ওয়েবভিত্তিক দিনপঞ্জী) লেখার আলাদা সফটওয়্যার। গান শোনার জন্য আছে এমপিথ্রি পেয়ার এবং চ্যাট করার জন্য রয়েছে চ্যাটিং সফটওয়্যার। তবে এটি চালানোর জন্য কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার, অ্যাক্রোব্যাট রিডার এবং জাভা প্লাগ-ইনস থাকতে হবে। ডেক্সটপ টুর ওয়েব ঠিকানা www.desktoptwo.com