গান ও গানের সব ধরনের খবরাখবর নিয়ে যাত্রা শুরু করল মিউজিক ফুর্তি ডটকম নামের একটি সাইট। সম্প্রতি এর উদ্বোধন করেন শিল্পী আইয়ুব বাচ্চু ও বালাম। এতে সম্প্রতি বের হওয়া অডিও-ভিডিও অ্যালবামের সংবাদ, সংগীতশিল্পীদের সাক্ষাৎকারসহ গানের সব ধরনের খবর থাকছে। এ ছাড়া এই সাইটে অনলাইনে সংগীতশিল্পীদের সঙ্গে আড্ডা দেওয়া ও ভিডিও দেখা যাবে। আলোচনার জন্য আছে ফোরাম। সাইটটির ঠিকানা: www.musicfoorti.com