বিশ্বজুড়ে অগণিত আইফোন ব্যবহারকারীদের নিকট গুগল আর্থ ব্যবহার উপযোগী পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অবমুক্ত করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ইন্টারনেট ব্যবহারকারী অসংখ্য ব্যক্তিদের নিকট তুমুল জনপ্রিয় গুগল আর্থ সুযোগ করে দিয়েছে স্যাটেলাইট নির্ভর এরিয়াল ইমেজের সমন্বয়ে বিশ্বজুড়ে ভার্চুয়ালি ভ্রমণের অবারিত সুযোগ। অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের নিকট গুগলের নতুন বাজারে ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি যে কেউ মোবাইলে গুগল আর্থ ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে ভার্চুয়ালি ভ্রমণের সুযোগ লাভ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে গুগল আর্থ-এর প্রজেক্ট ম্যানেজার পিটার বির্চ। তিনি বলেন, ‘পৃথিবীর যে কোন স্থানে ভার্চুয়ালি ভ্রমণের স্বাধীনতা পকেটে রাখা মোবাইলের মাধ্যমে সম্ভব হবে, বিষয়টি সম্পর্কে ইতোপূর্বে অনেকেই সন্ধিহান হলেও বর্তমানে তা বাস্তবে পরিণত হয়েছে। আমি আশা করি, আইফোন গুগল আর্থ ব্যবহার উপযোগী করতে আমাদের বিশেষায়িত পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পূর্ণরূপে প্রত্যাশা পূরণে সক্ষম হবে।’ আইফোনে গুগল আর্থ ব্যবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভার্চুয়ালি ভ্রমণের উদ্দেশ্যে গুগলের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টুলটি বিনামূল্যে প্রদান করা হবে অ্যাপলের স্টোর হতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০টি দেশে ১৮টি ভাষার সমন্বয়ে এই অ্যাপ্লিকেশন টুলটি অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা অর্জন করতে সক্ষম হবে। গুগলের এই নতুন সুবিধা সম্বলিত অ্যাপ্লিকেশন টুলে উন্নত ইন্টারফেস সুবিধাদি সংযুক্ত করায় আইফোনের মাল্টিটাচ্ স্ক্রীন সম্বলিত ফোনে গুগল আর্থ-এ প্রাপ্ত ছবিসমূহকে অধিকতর উন্নত ইমেজ প্রদানে সক্ষম হওয়ার আইফোন ব্যবহারকারীরা অতি সহজেই তাদের নিকটে থাকা আইফোন ব্যবহার করে বিশ্বজুড়ে অনলাইন নির্ভর ভার্চুয়াল ভ্রমণের সুযোগ লাভ করবে। এরই ধারাবাহিকতায় আইফোনে গুগল আর্থ ব্যবহারে সঠিক গুণগত মান নিশ্চিত করা সম্ভব হওয়ায় বিশ্বজুড়ে আইফোন বিক্রির পরিমাণও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।