রোবট আবিষ্কারের পেছনে মূল অন্যতম একটি লক্ষ্য হল সহজে গৃহস্থালীর কাজ যন্ত্র দিয়ে করিয়ে নেওয়া। উন্নত বিশ্বে গৃহস্থালীর কাজের জন্য মানুষের বড় অভাব। এ জন্য অনেকদিন যাবতই তারা চাইছে গৃহস্থালীর কাজ করতে সক্ষম এমন রোবট উদ্ভাবন করতে। এর মাঝে অনেক সাফল্যও অর্জিত হয়েছে। তবে পূর্ণাঙ্গ গৃহস্থালীর কাজ করার মত রোবট এখনও বাজারে আসতে বেশ কিছুটা সময় বাকি। এখন যেসব রোবট বাজারে আসছে তাকে পূর্ণাঙ্গ রোবটের অংশ বলা যায়। ছবিতে দেখা যাচ্ছে এমনই একটি রোবট যার একটি মাত্র বাহু বা হাত আছে। সীমিত পরিমাণে গৃহস্থালীর কাজ করতে সক্ষম এ রোবটটি তৈরি করেছে লেগো। লেগো যুক্তরাজ্য ভিত্তিক হোম বেইজড রোবট তৈরি ও উদ্ভাবনের সাথে জড়িত। লেগো এসব রোবট এখন খেলনার আকারে ও সীমিত ক্ষমতাসম্পন্ন তৈরি করলেও খুব শীঘ্রই পূর্ণ ক্ষমতার রোবট বাজারে চলে আসবে তা নিশ্চিত করে এখনই বলা যায়।