ম্যাক্সথন (যাকে পূর্বে বলা হতো মাই ইন্টারনেট এক্সপ্লোরার ২)। ম্যাক্সথন হলো একটি চায়না নির্ভর উইন্ডোজ ভিত্তিক ফ্রিওয়্যার ওয়েব ব্রাউজার। ২০০৬ সালে ম্যাক্সথন এর ২.০ বাজারে ছাড়ে। এর ইঞ্জিন মাইক্রোসফট-এর ইন্টারনেট এক্সপ্লোরারের মতো। কিন্তু এটি মজিলা ফায়ার ফক্স-এর গ্যাকো ইঞ্জিন ব্যবহার করতে পারে। সহজে ব্যবহারযোগ্য উন্নত ফিচার, কাস্টমাইজেবল ইন্টারফেইস একে ইন্টারনেট এক্সপ্লোরারের প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চ্যাং ইউ নামে একটি চাইনিজ প্রোগ্রামার ২০০০ সালে এই ব্রাউজারটি তৈরি করে।