ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্বের ৩৮টি দেশে বিনামূল্যে মোবাইল ফোনে টেক্সট মেসেজ প্রদানের সুযোগ করে দিয়েছে সিলিকন ভ্যালী ভিত্তিক প্রতিষ্ঠান জেক্সটর। একজন ইন্টারনেট ব্যবহারকারী জেক্সটর-এর সদস্য হবার মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সুনির্দিষ্ট ৩৮টি দেশে বিনামূল্যে মোবাইল ফোনে টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবে। জেক্সটরের প্রধান নির্বাহী কর্মকর্তা কন্সটানটিন জিওরিকি জানান, ‘ইন্টারনেটের মাধ্যমে একজন ব্যবহারকারীকে টেলিকমের সুবিধা বিনামূল্যে প্রদানের উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম। এতে ব্যবহারকারীদের কোনরূপ অর্থ প্রদান করতে হয় না আমাদের সেবা গ্রহণ করতে এবং মেম্বার হতে। আমরা মূলত সারাবিশ্বজুড়ে উচ্চ মূল্যের টেলিকম নেটওয়ার্কের বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের সদস্যদের কল্যাণে এই সেবা প্রদান করে চলেছি। ইতিমধ্যেই আমাদের সদস্য সংখ্যা ১০ মিলিয়নে পৌঁছেছে যার মধ্যে বেশিরভাগ সদস্যই যুক্তরাষ্ট্রের বাইরের অধিবাসী।’ জেক্সটর ২০০৭ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে ইতিমধ্যেই পৃথিবীর অন্যতম বৃহৎ স্যোশাল কমিউনিকেশন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বের ২২০টি দেশে জেক্সটর-এর সদস্য রয়েছে। জেক্সটরের মাধ্যমে বিনামূল্যে ৩৮টি দেশে টেক্সট মেসেজ পাঠাতে হলে একজন ব্যক্তিকে প্রথমেই এর সদস্য হতে হয় কোনরূপ অর্থ ছাড়াই। এরপর এই সাইটের মাধ্যমে টেক্সট মেসেজ লেখার পরে কাঙিক্ষত মোবাইল ফোনের নম্বর প্রদান করলেই সেই মোবাইল ফোনে বিনামূল্যে টেক্সট মেসেজ পৌঁছে যায়। এই সেবার অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে টেক্সট মেসেজ প্রাপ্তির পর সেই ব্যক্তি ইচ্ছা করলেই আপনাকে ফিরতি মেসেজ পাঠাতে পারবে। সেই মেসেজটি আপনি আপনার সাইটে গ্রহণ করতে পারবেন। ফলে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠেছে জেক্সটর-এর এই বিনামূল্যে প্রদেয় টেক্সট মেসেজ সেবা। তবে বিনামূল্যে টেক্সট মেসেজ প্রদান কার্যক্রম পরিচালনা করলেও জেক্সটর নিজেকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠিত করতে প্রদেয় টেক্সট মেসেজের সাথে বিজ্ঞাপন প্রদান করে থাকে। ফলে বিনামূল্যে এই সেবা দশ মিলিয়ন ব্যবহারকারীকে প্রদান করলেও প্রতিষ্ঠানটি ঠিকই ব্যবসায় সফল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বিনামূল্যে টেক্সট মেসেজ পাঠাতে হলে ইন্টারনেটের মাধ্যমে অবশ্যই জেক্সটরের সদস্য হতে হবে আপনাকে। ওয়েব সাইটের ঠিকানা : www.jaxtr.com