বিশ্বজুড়ে মোবাইল ব্যবহারকারীদের কল্যাণে গুগল চালু করতে যাচ্ছে মোবাইল ফোনে নতুন ইন্টারনেট সার্চ সেবা। এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যেকোন ব্যক্তি দ্রুত এবং স্বল্প পরিশ্রমে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে প্রাত্যহিক কর্মকাণ্ড সমাধান করতে পারবে। বিশেষ করে বর্তমানে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সুবিধা কাজে লাগাতে ব্যবহারকারীদের মোবাইলে অনেকগুলো অপশন ব্যবহার করতে হয়। কিন্তু গুগলের নতুন মোবাইল সার্চ সার্ভিস এ একজন ব্যবহারকারী অতিদ্রুত তার প্রয়োজনীয় ইন্টারনেট পরিসেবা পেতে সক্ষম হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমেই ইন্টারনেট ভিত্তিক সকল কাজ করতে সক্ষম হবে বিধায় বর্তমান ধারার প্রচলিত কম্পিউটারের বিকল্প হয়ে উঠবে মোবাইল ফোন। কেননা ব্যবহারকারীরা সবসময়ই তাদের প্রয়োজন অনুযায়ী মোবাইলের মাধ্যমে ওয়েব রেজাল্টস, সংবাদ, ইমেজ সমূহ এবং লোকাল লিস্টিং কার্যক্রম স্বল্প পরিশ্রমে করতে সক্ষম হবে। গুগলের এই মোবাইল সার্চ সেবা ইতিপূর্বে আমেরিকাতে চালু হলেও বর্তমানে এই সেবা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী এবং কানাডাতে সহজলভ্য হবে। গুগল ইতিপূর্বে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে ‘এড্রয়েড’ চালু করে, যা মূলত সফটওয়্যার টুলস সিরিজের সমন্বয়ে গুগল কর্তৃক ডিজাইন কৃত। গুগলের ডিজাইনকৃত সফটওয়্যারে নতুন প্রজন্মের মোবাইল ফোন হ্যান্ডসেট সমূহের সক্ষমতা ব্যবহারীদের নিকট বাড়িয়ে তুলেছে নিঃসন্দেহে। এড্রয়েটে ব্যবহৃত টুলস সমূহ মূলত লিনাক্স ভিত্তিক। যার ফলে ওপেন সোর্স ভিত্তিক তৈরি হওয়ার কারণে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারে কোন মূল্য ছাড়াই। সেই সাথে যেকেউ প্রয়োজনে এর সফটওয়্যার ডেভেলপও করতে সক্ষম হতে পারে ওপেন সোর্স ভিত্তিক নির্মিত হবার কারণে। গুগলের এই সেবা কার্যক্রম ব্যবহারকারীদের নিকট জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে কম্পিউটারে বিকল্প হিসেবে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট পরিসেবা ব্যবহার করতে সক্ষম হবে। কেননা এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব ভিত্তিক সমস্ত কাজ সমূহ বিশেষ করে ভিডিও, কনটেন্ট শেয়ার এবং সোশ্যাল নেটওয়ার্কিং সেবা সমূহ পূর্বের যেকোন মোবাইল হতে অধিক মাত্রায় উপভোগ করতে সক্ষম হবে। বিশ্বজুড়ে মোবাইল ব্যবহারকারীরা গুগলে এই সেবা সমূহ তাদের মোবাইলে এ বছরের মধ্যবর্তী সময় হতেই উপভোগ করতে সক্ষম হবেন।