হঠাৎ করেই প্রয়োজন হতে পারে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং দমকল বাহিনীর ফোন নম্বর। প্রয়োজনের সময় এসব নম্বর না পেলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ইন্টারনেটে সম্প্রতি চালু হয়েছে একটি ওয়েবসাইট। ‘গুরুত্বপূর্ণ নম্বর আপনার অনলাইনে’−এ স্েলাগানে চালু হওয়া এমারজেন্সি নামের এ ওয়েবসাইটে রয়েছে র্যাব, ঢাকা মেট্রোপলিটান পুলিশ, ফায়ার সার্ভিস, জরুরি অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ব্লাড ব্যাংক, চক্ষু ব্যাংক, বিভিন্ন জেলার প্রয়োজনীয় ফোন এবং পোস্ট কোড, আন্তর্জাতিক সংস্থা, দুতাবাস এবং হাইকমিশন, আন্তর্জাতিক মিশন, বিমান সংস্থা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বাস, রেলগাড়ি, ট্রাভেল এজেন্সিসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ঠিকানা এবং ফোন নম্বর। এ ছাড়া বিভিন্ন এনজিও, সংবাদ সংস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, প্রদর্শনী কেন্দ্র, ঘুরে বেড়ানোর বিভিন্ন জায়গা, সিনেমা হল এবং নাটক, খাবারের প্রতিষ্ঠান, ট্যাক্সি ক্যাব ও গাড়ি ভাড়া, হোটেল, কমিউনিটি সেন্টার, ক্লাব, ফটো স্টুডিও, কেনাকাটার খবরাখবরসহ অন্যান্য তথ্যও রয়েছে এ ওয়েবসাইটে। এর পাশাপাশি বিভিন্ন দৈনিক সংবাদপত্রের ওয়েবসাইটের সংযুক্তিও আছে এতে।ওয়েবসাইটের ঠিকানা: www.emergency.com.bd