বিশ্বে হার্ডড্রাইভ তৈরিকারক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রতিযোগিতায় নিজেদেরকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে বিশ্বখ্যাত স্যামসাং ইলেকট্রনিক্স। ল্যাপটপে হার্ডডাইভ-এর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা দীর্ঘদিন হতে চলে আসলেও স্যামসাং ইলেকট্রনিক্স প্রথমবারের মত ৫০০ জিবি ল্যাপটপের হার্ডড্রাইভ বাজারে ছাড়তে সক্ষম হয়। স্যামসাং-এর ৫০০জিবি হার্ডড্রাইভ তৈরি করার মাধ্যমে বিশ্বের পোর্টেবল স্টোরেজে নতুন মাইলফলক রচিত হয়েছে বলে সকলে মনে করেন। যে সকল নোটবুকে ডুয়েল ড্রাইভ অপশন রয়েছে সেক্ষেত্রে ২টি ৫০০ জিবি ল্যাটপট হার্ডড্রাইভ সংযুক্তকরণের মাধ্যমে যে কোন ব্যবহারকারী তার ব্যবহৃত ল্যাপটপকে ১ টিপি ধারণক্ষমতা সম্পন্ন করতে সক্ষম হতে পারবে। ফলে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ল্যাটপট-এর ক্ষেত্রে বিশাল স্টোরেজ সক্ষমতা তৈরি হবে। স্যামসাং তৈরিকৃত স্পিনপয়েন্ট এম৬ হার্ডড্রাইভটি ৫০০ জিবি ধারণক্ষমতাসমৃদ্ধ হলেও আকারে মাত্র ২.৫ ইঞ্চি এবং এটি যেকোন কমার্শিয়াল এবং মাল্টিমিডিয়া নোটবুকে ব্যবহার সম্ভব বলে জানিয়েছেন স্যামসাং ইলেকট্রনিক্স এর হার্ডড্রাইভ এবং সেমিকন্ডাক্টর বিভাগের পরিচালক অ্যান্ডি হিগিনবোথাম। তিনি জানান, ‘ব্যবহারকারীরা এর মাধ্যমে তাদের ব্যবহৃত ল্যাপটপ/নোটবুক এর ধারণ ক্ষমতা তাদের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করতে সক্ষম হবে’। স্যামসাং তাদের তৈরিকৃত ৫০০ জিবি ল্যাপটপ হার্ড-ড্রাইভ তিনটি ১৬৭ জিবি প্ল্যাটার্স খুবই ছোট পরিসরে সংযুক্ত করণের মাধ্যমে ৫০০ জিবি ক্ষমতাসম্পন্ন ল্যাপটপ-এ ব্যবহার উপযোগী হার্ড-ড্রাইভটি তৈরি করতে সক্ষম হয়েছে। এই ছোট আকার বিশিষ্ট অধিক ধারণক্ষমতা সমৃদ্ধ হার্ড-ড্রাইভটি ৫৪০০ আরপিএম ঘূর্ণন ক্ষমতাসম্পন্ন। এই হার্ড-ড্রাইভটির অন্যতম বৈশিষ্ট হিসেবে রয়েছে ‘অপশনাল ফ্রি-ফল সেন্সর’ প্রযুক্তি সক্ষমতা। যার ফলে কোন কারণবশত হার্ড-ড্রাইভটি নীচে পড়ে গেলেও ভেতরে রক্ষিত ডাটা সমূহের কোন ক্ষতি সাধিত হবে না। বিশ্বজুড়ে স্যামসাং ইলেকট্রনিক্স তৈরিকৃত ৫০০ জিবি ল্যাপটপ হার্ড-ড্রাইভ ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।