১. আপনার নির্দিষ্ট ছবিটিকে ওপেন করুন। কন্ট্রোল+এ কী দুইটি চেপে ছবিটি সিলেক্ট করে কন্ট্রোল+সি কী দু’টি চাপুন।
২. কন্ট্রোল+এন এর মাধ্যমে নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন। পর্দায় নিউ ডকুমেন্ট উইন্ডো প্রদর্শিত হবে। কালার মুড অপশনের ডান পাশের ডাউন এ্যারো বাটনে ক্লিক করে আরজিবি অপশনটি নির্বাচন করে ওকে বাটকে ক্লিক করুন।
৩. একটি নতুন ডকুমেন্ট উইন্ডো প্রদর্শিত হবে। কন্ট্রোল+ভি কী চেপে ছবিটি উইন্ডোতে পেস্ট করুন। কন্ট্রোল+বি চাপুন কালার ব্যালেন্স ডায়ালগ বক্স থেকে সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো াইডার মাউস দিয়ে ড্রাগ করে সাদাকালো ইমেজকে কাঙ্খিত রূপে রঙিন করুন।