ডেস্কটপের আইকনগুলোর মধ্যে কিছু আইকন হচ্ছে ডিফল্ট আইকন। যেমন মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, রিসাইকেল বিন ইত্যাদি। এতে আইকন পরিবর্তনের জন্য
১. ডেস্কটপের যে কোন ফাঁকা স্থানে মাউসের রাইট ক্লিক করুন। একটি ড্রপ ডাউন মেনু আসবে।
২. ড্রপ ডাউন মেনু থেকে প্রোপার্টিজ সিলেক্ট করুন।
৩. প্রোপার্টিজ উইন্ডো আসবে। ডেস্কটপ ট্যাব ক্লিক করে সিলেক্ট করুন।
৪. নিচের বাম দিকে অবস্থিত কাস্টমাইজ ডেস্কটপ সিলেক্ট করুন। ডেস্কটপ আইটেমস বক্স আসবে এবং জেনারেল ট্যাব সিলেক্ট থাকবে।
৫. যে আইকনটি পরিবর্তন করতে চান। যেমন মনে করি রিসাইকেল বিন সিলেক্ট করে চেঞ্জ আইকন বাটনে ক্লিক করুন। অসংখ্য আইকনসহ চেঞ্জ আইকন ডায়ালগ বক্স আসবে।
৬. পছন্দের আইকন সিলেক্ট করে ওকে করুন। ডেস্কটপ আইটেম বক্সে ফিরে আসলে আবারও ওকে করুন। শেষে ডিসপ্লে প্রোপার্টিজ বক্স থেকে প্রথমে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। পরে ওকে করুন। এবার রিসাইকেল বিন আইকনটি পরিবর্তিত হবে।