বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় মেটাল গিয়ার গেমের নবতর সংস্করণ হচ্ছে মেটাল গিয়ার সলিড-৪। এই গেমটির বিশেষত্ব হচ্ছে এটিতে সকল ফিচারসমূহ অন্তর্ভূক্ত করা হয়েছে যথাযথভাবে। ফলে একজন ব্যক্তি পূর্বেকার মেটাল গিয়ার গেম-এর মজা অর্জন করতে পারবে কোন বিরতি ছাড়াই। অর্থাৎ এই গেমটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিউশন পয়েন্ট অন্তর্ভূক্ত থাকায় এর মেমোরেবেল স্পিøট স্ক্রিন সিকোয়েন্স গেমপ্রিয় ব্যক্তিকে দেবে পূর্ণ আনন্দ। পূর্বেকার মেটাল গিয়ার-এর তুলনায় এই গেমটিতে বিভিন্ন ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি করা হয়েছে। ফলে গেমটি খেলতে সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ব্যাটেলস এবং ফরমিডেবেল বস্দের সমন্বয়ে এই গেমে অন্তর্ভূক্ত রয়েছে টেনশন। এই গেমটিতে কিছু নতুন প্লট অন্তর্ভূক্ত করা হয়েছে যার মাধ্যমে পূর্বেকার বন্ধু অথবা শত্রুর সমন্বয়ে সমাধান করতে হবে সকল চ্যালেঞ্জ। সেই সাথে শত্রুর মোকাবেলায় রয়েছে বিভিন্ন ধরনের হাতিয়ার যা আপনাকে এই গেমে শত্রুকে পরাজিত করতে বাড়তি সুবিধা প্রদান করবে। গেমটির ইমেজের মানউন্নয়ন গেমপ্রিয় যেকোন ব্যক্তিকে দেবে বাড়তি আনন্দ। প্রত্যেকটি অস্ত্র ডান হাতে ব্যবহার করতে হবে এবং যার মধ্যে রয়েছে প্রয়োজন মতো অস্ত্র ব্যবহারের স্বাধীনতা। গেমটির সিনক্রোনাইজ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধারাবাহিকভাবে শত্রুকে নিধনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ একজন ব্যক্তি পৌঁছে যেতে পারে বিজয়ের ধারপ্রান্তে। গেমটিতে রয়েছে প্রতি পদে রোমাঞ্চের হাতছানি। ফলে এডভেঞ্চার প্রিয় ব্যক্তিরা এই গেমটির মাধ্যমে পরিপূর্ণ আনন্দ পেতে সক্ষম হবে। কেননা, এই গেমটি পূর্বেকার মেটাল গিয়ার সলিড-এর তুলনায় গেমপ্রিয় ব্যক্তিদের অধিকতর আনন্দ এবং এডভেঞ্চার প্রদানের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। বিশেষ করে পূর্বেকার সংস্করণের তুলনায় বেশকিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে শত্রুকে পরাস্ত করার উদ্দেশ্যে। এতে রয়েছে কাভার ম্যাকানিক্স এর নবতর ব্যবহার। ফলে একজন ব্যক্তি নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারদর্শী হতে সক্ষম। কেননা, এই অপশনটির মাধ্যমে আপনি আপনার পিছনে থাকা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি একই সাথে শত্রুকে ঘায়েল করতে সক্ষম হবেন।