অ্যাকশন নির্ভর গেমপ্রিয় ব্যক্তিদের জন্য নিনজা গেইডেন টু গেমটি সত্যিকার অর্থে প্রকৃত আনন্দ দিতে সক্ষম হবে নিঃসন্দেহে। এই গেমটির বিশেষত্ব হচ্ছে এতে অন্তর্ভূক্ত অনেকগুলো সেভ পয়েন্ট যেগুলো আপনাকে দেবে যুদ্ধ জয়ের জন্য বাড়তি সুবিধা। সেই সাথে এনকাউন্টার করার জন্য যেকোন স্থান হতেই আপনি পাবেন বাড়তি সুবিধা। এই গেমটি খেলতে আপনার প্রয়োজন হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। হার্ড কোর অ্যাকশন নির্ভর গেমটিতে রয়েছে প্রতিপদে রোমাঞ্চের হাতছানি। ফলে সবসময়ই নিজেকে প্রস্তুত থাকতে হবে অ্যাকশনে অংশগ্রহণের উদ্দেশ্যে।