ইডিজিই বা এনহ্যান্সড ডেটা জিএসএম এনভায়রনমেন্ট হলো একটি দ্রুতগতির তারহীন যোগাযোগব্যবস্থা। এ ধরনের যোগাযোগব্যবস্থা ব্যবহার করা হয় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল (জিএসএম) ঘরানার মুঠোফোন সেবা প্রযুক্তিতে। এই ইডিজিই প্রযুক্তিতে ডেটা আদান-প্রদানের গতি অত্যন্ত বেশি, যার মান প্রতি সেকেন্ডে ৩৮৪ কিলোবাইট। এই দ্রুতগতির কল্যাণে বিভিন্ন রকম ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশন এবং মাল্টিমিডিয়া উপকরণ মুঠোফোনে এবং কম্পিউটারে আদান-প্রদান করা যায় অত্যন্ত স্বল্প সময়ে। জিএসএম প্রযুক্তিকে ঘিরে এটি গড়ে উঠলেও এতে ব্যবহার করা হয়েছে টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস (টিডিএমএ) ফ্রেম কাঠামো এবং সেল বিন্যাস। ২০০১ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে বাণিজ্যিক আকারে সহজলভ্য হয়ে যায়।