জিপিআরএস শব্দটি এসেছে জেনারেল পকেট রেডিও সার্ভিসের সংক্ষিপ্ত রূপ থেকে। মূলত এটি একটি তারবিহীন যোগাযোগব্যবস্থা, যার মধ্য দিয়ে তথ্য পাঠানোর গতি প্রতি সেকেন্ডে ৫৬ থেকে ১১৪ কিলোবাইট। এই গতিতে তথ্য পাঠানোর কারণে জিপিআরএস ব্যবহারকারীরা এর সাহায্যে ভিডিও সম্মেলনের পাশাপাশি বিভিন্ন রকম মাল্টিমিডিয়া উপকরণ সংবলিত ওয়েবসাইট পরিভ্রমণ করার সুবিধা পান। উল্লেখ্য, জিপিআরএস-সুবিধা বিভিন্ন মডেলের মুঠোফোনের পাশাপাশি বিভিন্ন নোটবুক কম্পিউটারে বিদ্যমান। সাধারণ তার-সার্কিটভিত্তিক ইন্টারনেট ব্যবহারের তুলনায় জিপিআরএস ব্যবহারকারীরা তুলনামূলক কম মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পায়। জিপিআরএস সুবিধা মূলত ২ দশমিক ৫ জি বা জেনারেশন (প্রজন্ন) থেকে ৩ জি (তৃতীয় প্রজন্ন) স্তরের মুঠোফোনে সহজলভ্য একটি প্রযুক্তি।



