জেপিইজি কথাটি এসেছে জেই এবং গেপ থেকে। যেসব ডেভেলপাররা মিলে এ ফরমেট তৈরি করেছে অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ তাদের দ্বারা মূলত এ ফরমেট এসেছে। জেপিইজি এর ফাইলগুলোর এক্সটেনশন থাকে ডট (.) জেপিইজি। এখানে কমপ্রেশন করা হয় ছবির কোয়ালিটি ঠিক রেখে। এর মাধ্যমে অনেক ছবির ইমেজ ডিজিটালি স্টোর করে রাখা সম্ভব। কেননা এর মাধ্যমে ছবির সাইজ কমানো হয়ে থাকে কোয়ালিটি ঠিক রেখে।