ঢাকা শাহীন স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফোরাম সাইট www.ex-Shaheens.com দুই মাসের মধ্যে প্রচুর সাড়া জাগিয়েছে প্রাক্তন শাহীনদের মাঝে। অনেক বেশি ফিচার ও দক্ষতা নিয়ে সাইটটি হাজির হয়েছে তার সদস্যদের কাছে। বর্তমানে সাইটটির সদস্য সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনি গড়ে দেড়শ এর উপর সদস্য সাইটটি সার্ফ করেন এবং নানামুখী আলোচনা ও সদস্যদের সাথে চ্যাট-এ অংশগ্রহণ করেন। www.ex-Shaheens.com সাইটটি একটি আন্তর্জাতিক মানের ফোরাম সাইট, যার মাধ্যমে শাহীন স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সহজেই নানারকমের সোশ্যাল নেটওয়ার্কিং করতে পারেন। সাইটটিতে দারুণ সব গ্রাফিক্স এবং এনিমেশন ব্যবহার করা হয়েছে। এর রয়েছে একটি অসাধারণ চ্যাটিং অপশন। তবে এই ফোরামটি শুধুমাত্র প্রাক্তন ঢাকা শাহীন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সীমাবদ্ধ।



