গত ১৮ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাইক্রোসফট উদ্বোধন করল তাদের নতুন ফরফ্রন্ট সিকিউরিটি সলিউশন। ফরফ্রন্ট সিকিউরিটি সলিউশন বিশ্বের শ্রেষ্ঠ চারটি এন্টিভাইরাস সফটওয়্যারের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যা সার্ভার ও ব্যক্তিগত কম্পিউটারে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশে ফরফ্রন্টের পরিচয় তুলে ধরেন মাইক্রোসফটের উর্ধ্বতন কর্মকর্তা জ্যাকুইলিন পিটারসন। মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটি স্পেশালিস্ট অনিথ আনন্দ সিকিউরিটি সফটওয়্যারটি সম্পর্কে বলেন, নতুন এই ফরফ্রন্ট সিকিউরিটি সলিউশন যে কোন এক্সচেঞ্জ সার্ভারে ব্যবহার করা যাবে। শীর্ষ স্থানীয় এন্টিভাইরাস সফটওয়্যারের যৌথ প্লাটফর্ম ফরফ্রন্টের ব্যবহার যেকোন কম্পিউটার সিস্টেমকে সকল প্রকার ভাইরাস, মেলওয়্যার, ওয়ার্ম ও ট্রোজান হর্স থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে। আর প্রতিদিনই চারটি কোম্পানির এন্টিভাইরাস সফটওয়্যার আপগ্রেডের সাথে সাথে ফরফ্রন্ট আপগ্রেড হয়ে যাবে।