কম্পিউটারে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক্সপি পাওয়ার সিস্টেম ব্যবহার করতে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তারপর পাওয়ার অপশন ওপেন করে প্লাগড ইন প্যানেলে টার্ন অফ মনিটর ২০ মিনিট নির্দিষ্ট করুন। এতে আপনার কম্পিউটার অলস থাকার সময় ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। একই সাথে হাইবারনেট চালু করলে কম্পিউটার বন্ধ হবার সময় আপনার ডাটাসমূহ সেভ হয়ে যাবে।