লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম ডেভেলপার কোম্পানি ও ওপেনসোর্স আন্দোলনে অন্যতম নেতৃস্থানীয় কোম্পানি শীঘ্রই নেটবুক মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে। মোবাইল ফোনের চিপ ডিজাইনার কোম্পানি আর্ম এ নেটবুক তৈরি করার কাজে জোট গড়তে এগিয়ে এসেছে উবান্তুর কাছে। উবান্তু আর আর্মে’র মধ্যে যে চুক্তি হয়েছে তার ফলে নেটবুকের জন্য ছোট আকারের ও আয়তনের আকর্ষণীয় অপারেটিং সিস্টেম তৈরি করবে উবান্তু। নোটবুক হচ্ছে হাতে বহনযোগ্য মোবাইল আকৃতির নেট-ব্রাউজিং কম্পিউটার। এ বিষয়ে আরেকটি ব্যাপার সতর্কতার জন্য জানাচ্ছি। নোটবুক হল ল্যাপটপ কম্পিউটারের অন্য নাম আর নেটবুক হল আরো ছোট মোবাইল কম্পিউটার। উবান্তু সম্পর্কে আমাদের দেশের অনেকেই জানেন উবান্তু লিনাক্সের ডেভেলপার হিসেবে। আর আর্ম সম্পর্কে পরিচিতি কম। আর্ম হল মোবাইল ফোনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান, যারা স্মার্টফোন ও ফিচার ফোনের অভ্যন্তরীণ চিপ তৈরি করার জন্য খুবই বিখ্যাত। আশা করা হচ্ছে আর্মে’র তৈরি নতুন মেশিনগুলোতে উবান্তুর ডেভেলপ করা অপারেটিং সিস্টেম ২০০৯ সালের এপ্রিল মাস নাগাদ সহজলভ্য ও প্রচলিত হয়ে যাবে। আর্মে’র মোবাইল মার্কেটিং পরিচালক রব কম্বোস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘উবান্তুর উদ্ভাবিত যে অপারেটিং সিস্টেমের আর্ম নেটবুকগুলো আসবে তা আগামী বছর জুনে ‘কম্পিউটেক্স শো’ উৎসবে প্রদর্শন করা হবে। নেটবুক ডিভাইসগুলোতে আর্মসেভেন আর্কিটেকচার ভিত্তি করে তৈরি আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্টেক্স এএইট ও এনাইন প্রসেসর। আর নেটবুক যে নতুন কম্পিউটিং ডিভাইসগুলো আসছে সেগুলো প্রশস্ত স্ক্রীন ফরমেটে তৈরি করা হবে।’
আশা করা যায় নতুন যে নেটবুক কম্পিউটার ও স্মার্টফোনগুলো আর্ম রিলিজ করতে যাচ্ছে সেগুলোর স্ক্রীন ২৫ সেমি (১০ ইঞ্চি) আকারের স্পোর্টস স্ক্রীন হবে, যার মধ্যে থাকবে উন্নতমানের ভিডিও, ওয়েব ব্রাউজিং এবং বহুল জনপ্রিয় ওপেন অফিস প্রোগ্রাম। অন্যান্য যেকোন মোবাইল ফোনের ব্যাটারির চেয়ে এ নতুন ডিভাইসগুলোর ব্যাটারির চার্জের আয়ুস্কালও হবে অনেক বেশি সময়। অনেক মানুষই আছেন যারা এখন স্মার্টফোনের মাধ্যমেই ইমেইল ব্রাউজ করতে চান। এ ধরনের মানুষের সংখ্যা আরো বৃদ্ধি করতেই উবান্তু ও আর্মের যৌথ উদ্যোগ।
উবান্তুর কমার্শিয়াল স্পন্সর, ক্যানোনিক্যাল এর মুখোপাত্র জেন সিলবার তার বক্তব্যে বলেন, ‘উবান্তুর জন্য এই নতুন অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট একটি স্বাভাবিক ঘটনা, শুধুমাত্র আর্মে’র জন্য বিশেষভাবে একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে হচ্ছে এটিই বাড়তি বিষয়। আমি মনে করি, অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উবান্তুকে বেছে নেওয়া আর্মের জন্য একটি সঠিক সিদ্ধান্ত।’
ল্যাপটপের ব্যবহারকারীদের একটি বিপুল জনগোষ্ঠী চাচ্ছেন এমন ডিভাইস যা ল্যাপটপের চেয়েও বেশি মোবালিটি এনে দেবে। এরই পরিপ্রেক্ষিতে আসুসের ই (Eee) ল্যাপটপ প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছে। তবে মানুষের জীবন যাত্রায় যত বেশি গতিশীলতা আসছে মানুষের চাহিদা বাড়ছে তত আরো ছোট কম্পিউটিং ডিভাইসের প্রতি। এর ফলে আর্মের মতো আরো বিখ্যাত মোবাইল প্রোসেসর নির্মাতা কোম্পানি যেমন- টিআই, কোয়ালকম এবং অন্যান্য আরো অনেক কোম্পানি যারা পৃথিবীর ৭০-৮০ শতাংশ বিশ্বের মোবাইল মার্কেট নিয়ন্ত্রণ করে, সেসব কোম্পানি নেটবুক ও স্মার্টফোন উৎপাদনের দিকে ঝুঁকছে। আর্মে’র সাথে উবান্তুর যুক্ত হওয়ার ইতিহাস ঘাটলে দেখা যাবে ২০০৭ সালের মে মাসে এই দুইটি কোম্পানি ঘোষণা দিয়েছিল কম দামের নোটবুকের জন্য তারা একসাথে কাজ করবে।