এডভান্স মাইক্রো ডিভাইস (এএমডি) কোম্পানি ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মের অপটেরন কোয়াড কোর প্রসেসর বাজারে ছাড়তে যাচ্ছে। অপটেরন কোয়াড কোর প্রসেসর হল সার্ভার কম্পিউটারের জন্য তৈরি করা সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন। গত ১১ নভেম্বর এএমডি এ প্রসেসর বাজারে ছাড়ার ঘোষণা দিল ইন্টেলের তৈরি ৪৫ ন্যানোমিটার চিপ তৈরির ঘোষণার পর ঠিক এক বছরের মাথায়। সমস্যাগ্রস্ত বার্সেলোনা চিপ মার্কেট ছাড়ার পর এএমডি ঘোষণা দিয়েছিল একদম পারফেক্ট ‘সাংহাই’ চিপ তারা বাজারে ছাড়বে। মূলত সাংহাই চিপ ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএমডি বাজারে যা ছাড়ল তাই হল অপটেরন কোয়াড কোর প্রসেসর। নতুন এই প্রসেসরগুলোকে কোয়াড প্রসেসর বা চারটি খন্ডের প্রসেসর বলার কারণ হল, এই প্রসেসরগুলোতে একটি প্রসেসর চিপের মধ্যেই চারটি আলাদা স্বাধীন প্রসেসিং ইউনিট রয়েছে। প্রত্যেকটি প্রসেসিং ইউনিট আলাদা আলাদা চারটি কাজ একই সময়ে করতে সক্ষম। আর কোয়াড কোর প্রসেসরের আকার কমানোর জন্যও এএমডি এবার খ্যাতি লাভ করবে।
সাংহাই প্রসেসর তৈরি করার পেছনে যে উদ্যোগটি কাজ করেছে তা হল তথা কথিত ‘ভার্চুয়ালইজেশন’। এই ভার্চুয়ালাইজেশনের ধারণাটি ছিল মেশিনের অংশকে ভার্চুয়াল মেমোরি স্পেস হিসেবে গ্রহণ করে প্রসেসরের সার্থে কাজে লাগিয়ে কম্পিউটেশন গতি অনেকগুণ বৃদ্ধি করা। এএমডি ঘোষণা করেছে নতুন এই চিপটি দুটি সংস্করণ বাজারে ছাড়া হবে। এডভান্স ভার্সন বা উন্নত সংস্করণটি বাজারে ছাড়া হবে আগামী জানুয়ারি মাসে। আইবিএম, হিউলেট-প্যাকার্ড, তেল এবং সান মাইক্রোসিস্টেমের মতো আরো ২৫টি বিখ্যাত ভেন্ডর কোম্পানি ইতিমধ্যে তাদের ডিভাইসে এএমডি’র এই চিপ ব্যবহার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। হিউলেট-প্যাকার্ডের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সার্ভিসের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট পল গটসেজেন বলেন, ‘বিগত চার বছরে এইচপি ব্র্যান্ডের বিভিন্ন কম্পিউটারে ও মেশিনে এএমডি’র তৈরি বিভিন্ন কোয়াড প্রসেসর ব্যবহার করে কাস্টমারদের কাছ থেকে ব্যাপক উৎসাহব্যাঞ্জক সাড়া পাওয়া গেছে। আর কাস্টমারদের কাছে এএমডি একটি নতুন প্লাটফর্ম তৈরি করতেও সমর্থ হয়েছে। এএমডি প্রসেসর নির্মাতারা জানিয়েছে এ কোয়াড প্রসেসরগুলো ইন্টেলের তৈরি প্রসেসরকে সহজেই বাজার থেকে সরিয়ে ফেলতে সক্ষম হবে। ইন্টেল অবশ্য বলেছে এ দাবি সত্য নয়।