উইন্ডোজ মিডিয়া সেন্টার ব্যবহার করে টিভি দেখা ও টিভি অনুষ্ঠান ক্যাপচার করা, অডিও/ভিডিও দেখা, সিডি/ডিভিডি বার্ন করা ছাড়াও অনলাইনে এফএম ও ইন্টারনেট রেডিও শোনা যাবে।

১. ডেস্কটপ থেকে স্টার্ট> উইন্ডোজ মিডিয়া সেন্টারে কমান্ড দিন। টিভি+ মুভিজ সিলেক্ট করুন। এখান থেকে টিভি দেখা যাবে। রেকর্ড করা যাবে বা রেকর্ড করে রাখা কোন অনুষ্ঠান দেখা যাবে। রেকর্ডেড টিভি অপশনে ডাবল ক্লিক করুন।
২. আবারও অপশন আসলে সিলেক্ট করা যে কোন ১টি মুভিতে ডাবল ক্লিক করুন।
৩. আবারও অপশন আসবে এবং এখান থেকে অপশনে ক্লিক করুন। মুভিটি চলতে থাকবে। বিভিন্ন চ্যানেল পরিবর্তন, ভলিউম পরিবর্তন ইত্যাদি অপশনের জন্য নিচের দিকে বাটন থাকবে।
৪. এভাবে পিকচার্স+ ভিডিও অপশন সিলেক্ট করে পিকচার লাইব্রেরীতে ডাবল ক্লিক করুন।
৫. প্রচুর স্যাম্পল পিকচারের অপশন আসবে। এখান থেকে াইড শো করতে পারেন।
৬. আবার মিউজিক অপশন সিলেক্ট করে মিউজিক লাইব্রেরীতে ডাবল ক্লিক করুন।
৭. বিভিন্ন অ্যালবামের লিস্ট আসবে। পছন্দের অ্যালবাম সিলেক্ট করে মিউজিক শুনুন।
৮. মিউজিক অপশন থেকে রেডিও সিলেক্ট করুন। এফএম রেডিও পাওয়া যাবে।
৯. এভাবে অনলাইন মিডিয়া সিলেক্ট করে প্রোগ্রাম লাইব্রেরী সিলেক্ট করুন।
১০. এখন গেমস অপশন সিলেক্ট করলে বিভিন্ন ধরনের গেমস আসবে।