১. ডেস্কটপ থেকে স্টার্ট>সেটিং> কন্ট্রোল প্যানেল কমান্ড দিন। কন্ট্রোল প্যানেল আসবে।

২. ইউজার একাউন্টস আইকনে ডাবল ক্লিক করুন। ইউজার একাউন্টস ইউজার্ড আসবে। ডিফল্ট সেটিং অনুসারে অ্যাডমিনিস্ট্রেটর ও গেস্ট এর জন্য ২টি একাউন্ট থাকবে। নতুন একাউন্টের জন্য ‘ক্রিয়েট এ নিউ একাউন্ট’ অপশনে ক্লিক করুন।

৩. একাউন্টের জন্য নাম লেখার অপশন আসবে। নাম লিখে নেক্সট বাটনে ক্লিক করুন। এখন নতুন ইউজারকে কম্পিউটার এডমিনিস্ট্রেটর সমান ক্ষমতা দেয়া হবে নাকি লিমিটেড ক্ষমতা দেয়া হবে সেই অপশন আসবে।

৪. লিমিটেড রেডিওবাটনে সিলেক্ট করে ক্রিয়েট একাউন্ট বাটনে ক্লিক করুন। একাউন্ট তৈরি হয়ে যাবে এবং লিস্টে নাম আসবে।