মোবাইল ফোনের কল্যাণে বর্তমানে পৃথিবীর যোগাযোগব্যবস্থা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এ যোগাযোগ যে শুধু মোবাইল থেকে মোবাইলেই হবে এমন কোনো কথা নেই। ইন্টারনেট থেকে মোবাইলে বা মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ফোনকল বা এসএমএস আদান-প্রদান করা যায়। জেক্সটার নামের ইন্টারনেটের একটি ওয়েবসাইট থেকে সহজেই পৃথিবীর বিভিন্ন দেশে বিনা মূল্যে ফোন করা যায় বা এসএমএস পাঠান যায়। এ জন্য ব্যবহারকারীকে আলাদা কোনো খরচ করতে হবে না। একবার জেক্সটারের সদস্য হয়ে গেলে প্রতিমাসে ১০০ জেক্স মিনিট দেওয়া হয় ওয়েবসাইট থেকে। একেকটি দেশে ফোন করার ক্ষেত্রে জেক্স মিনিটের ব্যবহারের পরিমাণ আলাদা আলাদা হয়। জেক্সটার ব্যবহার করার জন্য প্রথমেই এর সদস্য হতে হবে। তবে এ জন্য প্রয়োজন হবে, একটি সচল মোবাইল সংযোগ; কারণ, এ নম্বরেই ফোনকল ও এসএমএস আসবে। এ ক্ষেত্রে সদস্য হওয়ার সময় অব্যশই ফোনটিকে যাচাই করে নিতে হবে। যাচাই করার জন্য জেক্সটার থেকে একটি ভেরিফিকেশন কল আসবে, এটি গ্রহণ করে জেক্সটারের দেওয়া ভেরিফিকেশন নম্বরটি দিতে হবে। মোটামুটি প্রায় সব মোবাইল ফোন সেবাদাতার নেটওয়ার্কই সমর্থন করে জেক্সটার। একবার নিবন্ধন হয়ে গেলে সহজেই জেক্সটারের মাধ্যমে বিনা মূল্যে ফোন করা যায়। জেক্সটারের আরেকটি বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিনা মূল্যে এসএমএস পাঠানো যায় এবং মোবাইল ফোনেই উত্তর গ্রহণ করা যায়। তবে প্রতিটি এসএমএসের সঙ্গে জেক্সটারের একটি বিজ্ঞাপন যাবে। একটি এসএমএসে সর্বোচ্চ ৬৫টি অক্ষর পর্যন্ত লেখা যাবে। জেক্সটারকে একটি সামাজিক যোগাযোগের সাইট হিসেবেও ব্যবহার করা যায় এবং বন্ধুদের জেক্সটার ব্যবহারের আমন্ত্রণ জানানো যায়। জেক্সটারের নিবন্ধন করার জন্য www.jaxtr.com সাইটে যেতে হবে।