সিনেসিস আইটি লিমিটেড আবাসন বাণিজ্যনির্ভর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে রিহ্যাব হাউজিং নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে। এখানে বাংলাদেশের আবাসন প্রতিষ্ঠানগুলোর তথ্য, বিভিন্ন আবাসন প্রকল্পের ছবি, ফ্ল্যাট বা জমির দাম, কিস্তির হিসাব ইত্যাদি রয়েছে। পোর্টালটির ঠিকানা: www.rehabhousing.com