বায়োস শব্দটি এসেছে বেসিক ইনপুট/আউটপুট সিস্টেমের সংক্ষিপ্ত রূপ থেকে। মূলত উইন্ডোজ ঘরানার কম্পিউটারগুলোতে বায়োস নামের এই প্রোগ্রামটি আগে থেকে ইনস্টল করা থাকে। যখন কম্পিউটার চালু করা হয়, তখন অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে সিপিইউ বায়োসে যায় এবং বায়োস নিজে থেকে সব হার্ডওয়্যারের সংযোগ পরীক্ষা করে, সেগুলোর বিষয়ে ব্যবহারকারীকে নিশ্চিত করে। সবকিছু সঠিক অবস্থায় আছে জানার পর বায়োস অপারেটিং সিস্টেম চালু করে। কম্পিউটার বুট করার পরও বায়োসের প্রয়োজন হয়, কারণ তখন এটি ইন্টারমিডিয়ারি হিসেবে সিপিইউ এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে কাজ করে। কারণ অপারেটিং সিস্টেম কিংবা কোনো কম্পিউটা প্রোগ্রামের পক্ষে জানা সম্ভব নয়, কোন ইনপুট/আউটপুট ডিভাইসের অবস্থান কম্পিউটারের কোথায়। সে ক্ষেত্রে বায়োস সহায়তা করে থাকে, এসব ডিভাইসের অবস্থান জানিয়ে। ফলে কম্পিউটারে যখন কোনো ডিভাইস পরিবর্তন করা হয়, তখন সে ব্যাপারে বায়োসও হালনাগাদ হয়ে যায়।