কম্পিউটারে কাজের সাময়িক বিরতির জন্য স্ক্রিন সেভার চালু করতে এবং কতক্ষণ পর চালু হবে বা আদৌ চালু হবে কিনা তা নির্ধারণ করার জন্য-
১. ডেস্কটপ-এ মাউসের রাইট ক্লিক করুন এবং মেন্যু থেকে প্রোপাটিজ এ ক্লিক করে স্ক্রিন সেভার ট্যাব সিলেক্ট করুন।
২. স্ক্রিন সেভার অপশনে ড্রপ ডাউনে ক্লিক করে বিভিন্ন স্ক্রিন সেভার থেকে পছন্দমত একটি সিলেক্ট করুন। প্রিভিউ অংশে প্রিভিউ দেখাবে।
৩. কতক্ষণ পর এই স্ক্রিন সেভার চালু হবে তা নির্ধারণ করে দিতে হবে। উদাহরণ হিসেবে ওয়েইট অপশনে ৫ মিনিট সিলেক্ট করুন। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কার্যকর হবে। সেটিং বাটনে ক্লিক করুন। স্টারফিল্ড সিমুলেশন সেটআপ ে া অথবা ফাস্ট করে নিতে পারেন।



