ইন্টারনেটে আরও একটি সংবাদভিত্তিক ওয়েব পোর্টাল চালু হয়েছে। রাইট আইটি করপোরেশন এ সাইটটি প্রকাশ করেছে। এতে নিজের ঘটনা, রচনা, কবিতা ও মন্তব্য লিখে পাঠানো যাবে। বাংলাদেশে প্রথম সারির গ্রাফিক্স প্রযুক্তি আছে এ সাইটে। আরও আছে আন্তর্জাতিক তাৎক্ষণিক খবর। ওয়েবসাইট: www.bdwebnews.com