লন্ডনের এক অনিবাসী ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক দীর্ঘ গবেষণার পর দাবি করেছেন, ধুমপানের চেয়েও ক্ষতিকর হচ্ছে মোবাইল ফোন। এই ক্যান্সার বিশেষজ্ঞের নাম বিনি খুরানা। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যদিও যুক্তরাজ্যের মোবাইল অপারেটর্স অ্যাসোসিয়েশন সরাসরি খারিজ করে দিয়েছেন বিনি খুরানার এ মতকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি দৈনিক পত্রিকায় এ খবর বেরিয়েছে।খুরানা বলেছেন, আজ সত্যিই মোবাইল মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হিসেবে বিবেচিত। কিন্তু বেশি মোবাইল ফোন ব্যবহার করলে মস্তিষ্কেক টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। খুরানার দাবি অ্যাসবেসটস ব্যবহার করলে বা ধুমপান করলে যতটা ক্ষতির কথা বলা হয়, তার থেকেও মোবাইল ব্যবহারে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। খুরানার মতে, মোবাইল থেকে যে রেডিয়েশন ছড়ায় তা অত্যন্ত ক্ষতিকারক। তাই তিনি পরামর্শ দিয়েছেন, মোবাইল ফোন যত কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। তিনি মোবাইল ফোন নির্মাতাদের অবিলম্বে রেডিয়েশন নিয়ন্ত্রণের পদ্ধতি বের করারও অনুরোধ জানান। তাঁর আশঙ্কা মোবাইল নির্মাতারা যদি এই রেডিয়েশন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে আগামী দশকে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে মোবাইল অপারেটর্স অ্যাসোসিয়েশন বলেছে, খুরানা কেবল তাঁর নিজস্ব মতামত দিয়েছেন। যদিও তা বিতর্কের ঊর্ধ্বে নয়।