কম্পিউটারের ডি-ফ্রাগমেন্ট, ডিস্ক ক্লিনআপ, স্ক্যান ইত্যাদি জরুরী কাজ সাপ্তাহিক, মাসিক বা দৈনিক রুটিন করে দেয়া যায়। কম্পিউটার অন করা থাকলে এবং শিডিউল করে দেয়া হলে এ সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে এসব কাজ করে নেয় কম্পিউটার। এজন্য

১. ডেস্কটপ থেকে স্টার্ট> প্রোগ্রামস> এক্সেসরিজ> সিস্টেম টুলস> শিডিউল টাস্ক কমান্ড দিন। (স্টার্ট>সেটিং> কন্ট্রোল প্যানেল কমান্ড দিয়েও এ কাজটি করা যায়।)
২. এড শিডিউল টাস্ক অপশনে ডাবল ক্লিক করলে উইজার্ড আসবে।
৩. নেক্সট ক্লিক করুন। কাজের লিস্টসহ উইজার্ড আসবে। এখান থেকে ডিস্ক ক্লিনআপ সিলেক্ট করে আবারও নেক্সট বাটনে ক্লিক করুন।
৪. ডিফল্ট নামটি রেখে ‘পারফর্ম দিস টাস্কে’র জন্য অপশন সিলেক্ট করুন।
৫. সময়, দিন, মাসের নাম সিলেক্ট করুন।
৬. এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
৭. সর্বশেষ উইজার্ড বাটনে ফিনিশ ক্লিক করুন।