ডেস্কটপে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করা যায়। এজন্য অনলাইন বা সিডিতে বিভিন্ন ধরনের থিম পাওয়া যায়। এগুলো প্রথমে কম্পিউটারে ইন্সটল করে নিতে হয়। পরে ডিসপ্লে প্রোপার্টিজ থেকে থিম নির্বাচন করে নিতে হয়। এজন্য-
১. ডেস্কটপের ফাঁকা স্থানে রাইট ক্লিক করে প্রোপার্টিজ সিলেক্ট করে ডিসপ্লে প্রোপার্টিজ আনুন।
২. থিম ট্যাব ক্লিক করে সিলেক্ট করুন।
৩. থিম অপশনের ড্রপ ডাউনে (নিম্নমুখী তীর) ক্লিক করুন। একটি মেনু আসবে। এখান থেকে পছন্দের থিম সিলেক্ট করুন।
৪. ডিসপ্লে প্রোপার্টিজ ডায়ালগ বক্স থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্খিত থিমটি ডেস্কটপে পেয়ে যাবেন।