শার্প খুব শীঘ্রই নতুন ধরনের এলসিডি টেলিভিশন বিক্রি শুরু করবে। যা হবে এ যাবতকালে মার্কেটে প্রাপ্ত এলসিডিটি টেলিভিশনগুলোর মধ্যে সবচেয়ে পাতলা। এর থিনেস্ট পয়েন্ট হবে ৩.৪৪ সেমি এবং থিকেস্ট পয়েন্ট ৩.৮৫ সেমি। এই পণ্যটি শার্পের অন্য দুটি মডেলের এলসিডি টেলিভিশনের চেয়ে কমপক্ষে অর্ধেক ি ম বা পাতলা হবে। যে দুটি মডেল শার্প ইতিমধ্যে বাজারে ছেড়েছে। গত কয়েক বছর ধরে বড় স্ক্রীনের এলসিডি টেলিভিশন তৈরিতে শার্প বাজারে ভাল অবস্থানে রয়েছে। এবার তারা মনোযোগ দিচ্ছে বড় স্ক্রিণের পাশাপাশি পাতলা ধরনের এলসিডি টেলিভিশন তৈরির দিকে। তারা এই কাজটি করছে সবচেয়ে পাতলা ব্যাকলাইট ডিজাইনের জন্যও। যেখানে লাইটের উৎস টেলিভিশন সেটের এলসিডি প্যানেলের পাশে। এর পাশাপাশি শার্প তার টিউনার ইউনিট আলাদা করেছে ভিসিআর-সাইজের বক্সে। যা টিভির সাইজ পাতলা করতে সাহায্য করছে। শার্পের নতুন এক্স সিরিজের মডেল এসেছে ৩৭, ৪২ ও ৪৬ ইঞ্চির স্ক্রীন সাইজে এবং এটা প্রথম বিক্রি শুরু হবে জাপানে আগামী মার্চের ১ তারিখ থেকে। সবচেয়ে বড় ৪৬ ইঞ্চির ি ম টিভিটি বিক্রি হবে ৪৫২০ ইউএস ডলারে। এই পাতলা টিভিটির মূল টার্গেট হচ্ছে একে যেন কাস্টমারগণ ঘরের দেয়ালে পেইন্টিং এর মত সাজিয়ে রাখতে পারে।