১. ডেস্কটপের ফাঁকা স্থানে রাইট ক্লিক করে প্রোপার্টিজ সিলেক্ট করুন। ডিসপ্লে প্রোপার্টিজ উইন্ডো আসবে। অ্যাপিয়ারেন্স ট্যাব সিলেক্ট আছে কিনা নিশ্চিত হয়ে নিন। না থাকলে সিলেক্ট করে নিন।
২. উইন্ডোজ এন্ড বাটন অপশনের ড্রপ ডাউন (নিম্নমুখী তীর) এ ক্লিক করুন, বিভিন্ন অপশন আসবে। এখান থেকে পছন্দের এপিয়ারেন্সটি সিলেক্ট করুন। (এক্স পি স্টাইল ও ক্লাসিক স্টাইলের মধ্যে পার্থক্য দেখুন)। এভাবে কালার স্কিম, ফন্ট সাইজ ও ইফেক্ট নির্বাচন করা যাবে।
৩. শেষে এপ্লাই বাটনে ক্লিক করে ওকে করুন।