প্রযুক্তিময় বিশ্বে আমরা অনেকেই বিনোদনের উদ্দেশ্যে এমপিথ্রি, আইপড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে গান শুনে থাকি। কিন্তু আমাদের ব্যবহৃত এমপিথ্রি, আইপডসহ অন্যান্য মিউজিক ডিভাইসের কিছু হেডফোন ব্যবহারের মাধ্যমে শরীরের অভ্যন্তরে স্থাপনকৃত হার্টের ডিভাইসের ক্ষতির আশংকা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত রোববার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘আমেরিকান হার্ট এসোসিয়েশন কনফারেন্সে’ এই বিষয়ে তথ্য প্রদান করা হয়। মেডিকেল ডিভাইস সেফটি ইনস্টিটিউট এর গবেষক ড. ওইলিয়াম মাইসেল তার গবেষণায় প্রাপ্ত ফলাফল এই কনফারেন্সে উপস্থাপন করে বলেন, ‘এমপিথ্রি, আইফোন ব্যবহারকারীদের কিছু কিছু হেডফোনে যে স্বল্পমাত্রায় চুম্বকের ব্যবহার করা হয়েছে তা শরীরের অভ্যন্তরে স্থাপিত পেসমেকার এবং ডেফিক্সিলেটর প্রভৃতির কাজের গতি প্রকৃতি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। চুম্বকের কারণে এই সকল ডিভাইস সমূহের সঠিক কার্যক্রম বিঘিœত হয় এবং হার্টের গুরুতর ক্ষতি সাধনের সম্ভাবনা থাকে।’ মূলত, মাইসেলস তার গবেষণার মাধ্যমে দেখতে পেয়েছেন, আমাদের ব্যবহৃত মিউজিক ডিভাইস সমূহ আমরা সাধারণত শরীরের উর্ধ্বভাগের সাথে সংযুক্ত অবস্থায় ব্যবহার করে থাকি এবং তার হেডফোন হার্টের পেসমেকার লাগানোর খুব কাছ দিয়ে আমাদের কানের সাথে সংযুক্ত থাকে। ফলে কিছু সংখ্যক হেডফোনে ব্যবহৃত চুম্বকের কারণে শরীরের অভ্যন্তরে স্থাপিত পেসমেকারসহ অন্যান্য যন্ত্রাংশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে। কেননা, হৃদরোগীদের চিকিৎসায় দেহের অভ্যন্তরে স্থাপিত পেসমেকার সহ অন্যান্য যন্ত্রাদি হার্টের গতি প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সর্বদা কাজ করে থাকে। অপরদিকে মিউজিক হেডফোনে ব্যবহৃত চুম্বকীয় তরঙ্গ সেই যন্ত্রাদির সিগন্যালসমূহ বাধাগ্রস্ত করে থাকে বলে গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে।