নিরাপদ, শক্তিশালী, কাস্টমাইজযোগ্য এবং সহজে ব্যবহার উপযোগী জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে অপেরা। বাজারে ইন্টারনেট এক্সপ্লোরার সহ অনেক ওয়েব ব্রাউজারকে পিছনে ফেলেছে এই অপেরা ওয়েব ব্রাউজার। ২০০০ সালে ট্যাব ব্রাউজিং প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়েই অপেরার যাত্রা শুরু হয়। সহজ নেভিগেশন, স্পিড ডায়াল, প্রয়োজনীয় সাইট বুক মার্ক খুব সহজেই করা যায়। ওয়েব সাইট ব্রাউজিং-এর সময় ছোটখাটো নোট নিয়ে রাখার সুবিধাও এতে রয়েছে। এর সর্বশেষ ভার্সন অপেরা ৯.২ ফ্রি ডাউনলোড করে এখনই ব্যবহার করতে পারেন।