পরিবেশবান্ধব প্রযুক্তি গবেষণার পাশাপাশি বিশ্বজুড়ে এখন প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্বল্প জ্বালানী ব্যবহারে সক্ষম সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত অর্গানিক লাইট ইমেটিং ডায়োড (ওএলইডি) প্যানেল তৈরির মাধ্যমে প্রযুক্তিকে মানুষের ব্যবহারের কল্যাণে অধিকতর নিয়োজিত করা। মূলত পরবর্তী প্রজন্মের ডিসপ্লে এমিড প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সেলফ লুমি নেসেন্ট প্রয়োগ করার ফলে স্বল্প জ্বালানী ব্যবহারের মাধ্যমে এটি অদূর ভবিষ্যতে মূল ডিসপ্লে প্রযুক্তিতে পরিণত হবে বলে গবেষকরা আশা করছে। এরই ধারাবাহিকতায় জাপানের সরকার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে যুগ্মভাবে ওএলইডি প্যানেল গবেষণায় নিজেদের নিয়োজিত করার ঘোষণা দিয়েছে সম্প্রতি। বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি, শার্প, তোশিবা, মেতসুসিতা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাপান সরকার এই গবেষণা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। মূলত ওএলইডি প্রযুক্তিতে লাইট ইমেটিং অর্গানিক কম্পাউন্টসমূহ ব্যবহৃত হয় বিধায় বর্তমানে ব্যবহৃত সকল প্রযুক্তি পণ্যের তুলনায় স্বল্প বিদ্যুতে কাজ করতে সক্ষম হয়ে থাকে। সেই সাথে আকারে বর্তমানের যেকোন টিভির তুলনায় খুবই পাতলা আকৃতির হতে পারবে ওএলইডি প্রযুক্তিসম্পন্ন টিভিসমূহ। বর্তমানে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় এলসিডি প্রযুক্তির টিভির তুলনায় এই ওএলইডি প্রযুক্তি সম্পন্ন টিভি’র ডিসপ্লে ক্ষমতা অনেক বেশি আকর্ষণীয় হবে ক্রেতাদের নিকটে এবং এটি বর্তমানের এলসিডি প্রযুক্তির তুলনায় খুবই কম পরিমাণ বিদ্যুত ব্যবহার করবে। এই গবেষণায় জাপানের এনার্জি এন্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনইডিও) কর্তৃক প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৬.৩ মিলিয়ন ডলার এবং তারা আশা করছেন আগামী পাঁচ বছরের মধ্যে আরো ৩.৫ বিলিয়ন ডলার এই খাতে বিনিয়োগ হবে।