এম্পায়ার : টোটাল ওয়্যার- নামটি দেখেই বুঝে নেওয়া যায় পুরো দস্তুর যুদ্ধের গেমস। গেমসটির পটভূমিকায় রয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ যা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। মাল্টিপ্লেয়ার মোডের এ গেমসটি যুদ্ধের স্ট্র্যাটেজি গেমস হলেও সম্পূর্ণ থ্রিডি গেমস। তবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে গেমসটি তৈরি হলেও বিশ্বের সব প্রান্তের যুদ্ধই নিয়ে আসা হয়েছে এখানে। যুদ্ধের ঘটনাগুলো সবই ঔপনিবেশিক আমলের। দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর উপমহাদেশে বিভিন্ন ঔপনিবেশিক যুদ্ধের ঘটনাও গেমসটির অন্যতম থিম। স্থল বাহিনীতে তলোয়ার নিয়ে সম্মুখ যুদ্ধের পাশাপাশি রয়েছে নৌ-যুদ্ধের ব্যবস্থা। অনেকগুলো ম্যাপ আছে যার মাধ্যমে সহজে একটি যুদ্ধ কৌশল আপনি ঠিক করে নিতে পারবেন। আর যুদ্ধে অন্যতম একটি দায়িত্ব হল সাধারণ জনগণকে রক্ষা করা। ফার্ম হাউজ, সরকারি অফিস, কৃষি খামার, গ্রাম, মিল-কারখানা রক্ষা করাও এক রকম দায়িত্ব হিসেবে গেমসটিতে বিবেচিত। রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেমসের উত্তেজনা অনুভব করতে যে কেউ খেতে পারেন এই গেমসটি।
সিস্টেম রিকোয়ারম্যান্টস
অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি বা ভিসতা
প্রসেসর : ইন্টেল পেন্টিয়াম কোর টু ডুয়ো
র্যাম : ১ গিগাবাইট ডিডিআর টু বা তার উর্ধ্বে
গ্রাফিক্স : ৫১২ এমবি ডিডিআর৩
ডাইরেক্ট এক্স ৯.০ সাপোর্ট
ডিভিডি রম : ১৬ এক্স বা তার উর্ধ্বে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক