সারাবিশ্বের অটোমোবাইল ইন্ডাস্ট্রিসহ হাইটেক ইন্ডাস্ট্রির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কীভাবে কম এনার্জি খরচ করে পরিবেশবান্ধব যানবাহন তৈরি করা যায়। এমনই এক প্রচেষ্টা থেকে জাপানের বিখ্যাত স্যানিও কোম্পানি তৈরি করেছে অটো এনার্জি মোটর বাইসাইকেল। একে বলা যায় ইলেকট্রিক বাইসাইকেল, যা চলার সময় অটো পাওয়ার জেনারেট করে নিজের প্রয়োজনীয় জ্বালানি নিজেই তৈরি করে নিতে পারে। সাধারণ মোটর বাইকের মতোও এটি ব্যবহার করা যায়। সম্প্রতি জাপানের ট্রাফিক আইন অনুযায়ী সাধারণ যানবাহনের মতোই এ বাইকটি রাজপথে চালানোর অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। স্যানিও আশা করছে ২ লক্ষ ৮৩ হাজার অটো বাইসাইকেল এক বছরের মধ্যেই বিক্রি হয়ে যাবে। উন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নতসহ সকল দেশেই এ বাইসাইকেল ব্যবহার অচিরেই শুরু হবে এমনটা আশা করা যায়।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক