প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহাশূন্যের বিভিন্ন ছবি মানুষ ইতোমধ্যে অনলাইনে দেখতে সক্ষম হয়ে চলেছে। এবার মানুষের আগ্রহের কারণে সাগরের তলদেশের ভার্চুয়াল ছবি প্রদর্শন করা সম্ভব হবে। বিশেষ করে সাগরের তলদেশের প্রততত্ত্ব সম্পর্কিত ছবিসমূহ ভার্চুয়ালি দেখা যাবে। ভার্চুয়াল এক্সপ্লোরেশন অফ আন্ডারওয়াটার সাইটস, দ্য ভেনাস সমুদ্রের তলদেশের বিভিন্ন দৃশ্য একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে ব্যবহারকারীদের কল্যাণে প্রদান করবে। মূলত ব্যবহারকারীরা ভার্চুয়ালি ককপিটে অবস্থান করার মাধ্যমে সাগরের তলদেশের বিভিন্ন রোমাঞ্চকর দৃশ্য অবলোকন করতে সক্ষম হবে। সমুদ্রের তলদেশ সম্পর্কে মানুষের আগ্রহ দীর্ঘদিনের হওয়ায় এটি খুবই কার্যকর হবে। বিশেষ করে সমুদ্রের তলদেশের প্রততত্ত্ব বিষয়ে আগ্রহী ব্যক্তিরা এই ভার্চুয়াল ভ্রমণের মাধ্যমে উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।