বিশ্বের শীর্ষ কম্পিউটার চীপ তৈরিকারক প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন সম্প্রতি ঘোষণা দিয়েছে ৩২ ন্যানোমিটার আকারের ক্ষুদ্রাকৃতির চীপ তৈরি করার। ইন্টেলের এই অতি ক্ষুদ্রাকৃতির চীপ এনার্জি এফিসিয়েন্ট, ডেনসার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্র্যানজিস্টর তৈরিতে বিশেষ সক্ষম বলে মনে করছে ইন্টেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, বর্তমানে ইন্টেলের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির চীপ হলো ৪৫ ন্যানোমিটারের। নতুন তৈরিকৃত এই ৩২ ন্যানোমিটার চীপ ল্যাপটপ, ডেস্কটপসহ সার্ভারে ব্যবহার করা হবে। নতুন এই ৩২ ন্যানোমিটারের চীপ তৈরির মাধ্যমে চীপ ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করছে ইন্টেল।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক