প্রযুক্তিময় বিশ্বে নিত্যনতুন প্রযুক্তি মোবাইল ফোনকে করে তুলেছে মানুষের নিকট অধিক গ্রহণযোগ্য। ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং টাচ্স্ক্রীন সক্ষমতা মোবাইল ফোনে এনে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কথা বলার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পেয়ে চলেছে এবং ২০২০ সাল নাগাদ মোবাইল ফোন হবে প্রধান ওয়েব টুল বলে সম্প্রতি পরিচালিত এক জরিপে তথ্য প্রদান করা হয়েছে। বিশ্বের শীর্ষ ৫৭৮টি ইন্টারনেট কার্য ভিত্তিক প্রতিষ্ঠানের উপর পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ইলিয়ন ইউনিভার্সিটি ইন নর্থ ক্যারোলিনার সাথে ‘রোল অব টেকনোলজি ইন ২০২০’ শীর্ষক এই জরিপ পরিচালনা করে পিউ ইন্টারনেট এন্ড আমেরিকান লাইফ প্রজেক্ট প্রতিষ্ঠান। জরিপে ইন্টারনেট শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করে যে, মূলত যেকোন জায়গা থেকে কম্পিউটারের ন্যায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মোবাইল ফোনের জন্য ওয়েব কনটেন্ট নির্মাণের কারণে বর্তমানে আধুনিক অনেক ফোনকেই কম্পিউটারের ক্ষুদ্র সংস্করণ হিসেবে অভিহিত করা হয়। ফলে বিশ্বজুড়ে অগণিত ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিনের প্রয়োজন তাদের হাতের মুঠোয় থাকা মোবাইলের মাধ্যমেই সম্পাদন করে থাকে। এ ছাড়াও আগত বছরগুলোতে মোবাইল টেকনোলজির উন্নয়নের ধারাবাহিকতায় মোবাইলের প্রযুক্তির দ্রুত উন্নতি সাধিত হবে এবং এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার তুলনায় বেশি হবে ২০২০ সাল নাগাদ। জরিপে ৫৭৮ জন বিশেষজ্ঞের মধ্যে ৭৭ শতাংশ ভবিষ্যতে প্রধান ওয়েব টুল হিসেবে মোবাইল ফোনকে চিহ্নিত করেন এবং ১৫ শতাংশ ব্যক্তি এই বিষয়ে কোন মন্তব্য করতে আগ্রহী হয়নি।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক