গুগলের জনপ্রিয় ম্যাপ সার্ভিসের আওতায় স্ট্রিট ভিউ একজন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার অধিকার বিনষ্ট করছে বলে মনে করে জাপানের অধিবাসীরা। সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা লংঘনের অভিযোগে জাপানের বিভিন্ন শহরের রাস্তার ছবি গুগলের ম্যাপ সার্ভিসে যেন প্রদর্শন না হয় সে বিষয়ে জাপানের একদল আইনজীবি এবং শিক্ষক জাপানে গুগলের ম্যাপ সার্ভিস সেবা বন্ধের দাবী করেছে। উল্লেখ্য, গুগলের জনপ্রিয় ম্যাপ সার্ভিসে জাপানের ১২টি শহরের রাস্তার গ্রাউন্ড লেভেল সহ ৩৬০ ডিগ্রী ছবি প্রদান করা হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ৫০টি শহর সহ ইউরোপের বিভিন্ন দেশের রাস্তার ছবি প্রদান করা হয়েছে গুগলের এই ম্যাপ সার্ভিসে। ফলে বিশ্বের যে কোন প্রান্ত থেকেই অনলাইনের মাধ্যমে যেকোন ব্যক্তি এইসব শহরের রাস্তার ছবি সরাসরি তাদের কম্পিউটারে দেখতে সক্ষম হয়ে থাকে। একই সাথে গুগলের এই প্রযুক্তির মাধ্যমে রাস্তায় চলাচলকারী ব্যক্তির ছবি প্রদর্শিত হওয়ায় এর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লংঘিত হচ্ছে বলে মনে করছে জাপানের একদল আইনজীবি এবং শিক্ষক। গুগল ম্যাপ সার্ভিস নাগরিকদের ব্যক্তিগত অধিকার বিনষ্ট করছে এবং এই বিষয়ে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুগলের এই ম্যাপ সার্ভিস বন্ধ করা উচিত বলে মন্তব্য করছেন টোকিও’তে অবস্থিত সোফিয়া বিশ্ববিদ্যালয়ের কন্সটিটিউশনাল ল’র অধ্যাপক ইয়াসুহিকো অজিমা। এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে জাপানের একদল আইনজীবি এবং শিক্ষক জাপানে গুগলের ম্যাপ সার্ভিস বন্ধ করার দাবী করেছে এবং ইতোপূর্বে গুগলের স্ট্রিট ভিউ সার্ভিসের জন্য ধারণকৃত জাপানের ১২টি শহরের সকল ছবি অনলাইন থেকে মুছে ফেলতে দাবী করেছে। গুগলের জনপ্রিয় এই প্রযুক্তির বিরুদ্ধে জাপানের আইনজীবি এবং শিক্ষক সমাজে দাবী করা হলেও জাপানের টোকিও’তে অবস্থিত গুগলের অফিস হতে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। ইতোপূর্বে একই দাবী করা হয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক