জএডিট হচ্ছে প্রোগ্রামারদের জন্য একটি পরিপূর্ণ টেক্সট এডিটর। এটি বর্তমানে জিপিএল ২.০-এর অধীনে লাইসেন্সকৃত। এর সাথে রয়েছে পূর্ণাঙ্গ সোর্স কোড। সারাবিশ্বের বিভিন্ন প্রোগ্রামাররা জেএডিট ডেভেলপ করে থাকে । সাথে রয়েছে অনেক প্লাগইন। এটি যেহেতু জাভাতে লেখা তাই এটি ম্যাকওস এক্স, ওএস/২, ইউনিক্স, ভিএমএস এবং উইন্ডোজ-এ চলে। ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ বিল্টইন হওয়াতে এটি ম্যাক্রো আর্কিটেকচারে চলে। ইউটিএফ৮ এবং ইউনিকোডের ক্যারেক্টার সেট এটি সাপোর্ট করে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক